ঢাকা, সোমবার ১৭, মার্চ ২০২৫ ১০:৪১:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে বাধ্যতামূলক ছুটি কলাপাড়ায় স্কুল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হিজাববিহীন নারীদের শনাক্তে ড্রোন ব্যবহার হচ্ছে ইরানে নারী আইপিএল: লড়াই শেষে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ঈদযাত্রার ২৬ মার্চের ট্রেনের টিকিট মিলবে আজ যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর তাণ্ডব, ৩৪ জনের প্রাণহানী রাজশাহী নিউমার্কেটের কাঁচাবাজারে ভয়াবহ অগুন রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা

কলাপাড়ায় স্কুল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১৬ মার্চ ২০২৫ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় মনিরা আক্তার (১২) নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মনিরা ওই এলাকার সবুজ মোল্লার মেয়ে। সে নোমরহাট পিএন্ডডি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে মনিরাকে বাড়িতে রেখে তার মা-বাবা পার্শ্ববর্তী গ্রামে তার নানা বাড়িতে যান। পরে বিকেলে এক প্রতিবেশী নারী তাদের বাড়িতে গিয়ে মনিরাকে ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। এ সময় তার ডাক-চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেয়।


কলাপাড়া থানা পুলিশের ওসি জুয়েল ইসলাম বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। তদন্ত চলছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।